সম্পাদকীয়
আত্মবিস্মৃতি মানুষকে চ্যুত করে। যে ছাদ থেকে আকাশ শুরু হয় সেখানেই চরাচর সন্নিবিষ্ট হয়। এই বোধ সান্ধ্য মুহূর্তের মত ক্ষণিকের। তাই সে আত্মবিস্মৃতিকে রুদ্ধ করতে পারে না। এক পশলা বৃষ্টির আনন্দ যেমন পাখিস্নানে লেগে থাকে, ঝরে পড়ে উড়ন্ত পালক থেকে তেমনই দিনান্তের প্রবাহে মানুষকে স্বীয় প্রতীয়মানতার সম্মুখে দাঁড় করাবে, সে উপলব্ধি করবে নিজেকে—এ’টুকু তো নাহলেই নয়। বাকিটা মানুষ পুড়িয়েছে সভ্যতার পিলসুজে।
মে, ২০২২।
Facebook Comments