রঙ্গীত মিত্র-এর কবিতা
বিক্রি হওয়া দেশ
অপূর্ব সুন্দর মুখগুলো
ভেসে ওঠে অলীক
জলাশয়ে
ঠাণ্ডা বাতাসে গিটার বেজে
ওঠে সাময়িক রূপকথায়।
মেলাতে চাইনি, ঠকে
যাওয়াগুলোতে
অসমান দু’টো দিক
চেরাপুঞ্জি হয়ে যায়।
একা একা প্যাঁচা খেয়ে
যায় ভাগ্যরেখা।
অসৎ মানুষের ভিড় থেকে
পরিবেশ দূষণ বাড়ে
মুখোশ পরেও তারা
সেলেব্রিটি।
পালটে যায় সব তথ্য
অনেকদিন “টাইমস অব
ইণ্ডিয়া” পড়া হয়নি ।
সাস্টেনেবিলিটির নামে
দেশ বেচে দিচ্ছি…
দালাল
সহজ বলেই বাঁকিয়ে
দেওয়া যায়
আমার মুখ সেলোটেপ
দিয়ে বন্ধ।
কোনো এক অজানা
কারণে আমাকে দলে
ফ্যালা যায়নি
মুখরোচক গল্পেরা হারিয়ে
যাওয়া মেলোডি।
স্বার্থ আর ভালোবাসার
কঠিন সমীকরণে
মাথা নিচু করে আছে
তালগাছ।
প্রযুক্তি আর প্রকৃতি সাই-ফাই
মুভির মতো
বাড়ন্ত বয়সের চাহিদায়,
পালানো স্কুলের জীবন।
সারা জীবন দালালি
করতে করতে
চোঁয়া ঢেকুর ওঠে
মধ্যরাতে।
গাছ
গান লেগে আছে , আমার
প্রাণে।
এ দেখা অদ্ভুত ;
মেলাতে গিয়েও অনেক
অনিশ্চয়তা , অনেক ভয়।
কাদা – মাটি পেরিয়ে
অনেক বিপ্লব
ভুলে যাওয়া অ্যাজেন্ডায়
রাত-দিন দুনিয়া-কাঁপানো
দশদিন।
আজকাল হিপোক্রিট হয়ে
গেছি, শরীর প্রাধান্য-পায়
বিশ্বাসঘাতকতায়
হেরে যাওয়ার পর জিতে
আসার ঘ্রাণ
বো- ব্যারাক থেকে
যাদবপুর ইউনিভার্সিটি।
কি হবে ইঁদুর দৌড়ে
“আমি যদি তোমাকে আরো একটু বেশি করে চাই ।”
সমস্ত বিজ্ঞাপন আর
বিভাজন পেরিয়ে
আমরা দু’জনে সেগুন
গাছ হয়ে উঠছি।
Posted in: March 2022, POETRY