বইমেলায় যে বই কিনব ভেবেছি : যশোধরা রায়চৌধুরী
একটি কার্টুন দেখলাম, গত দুবছরে এসেছিল কোভিডের ঢেউ, আর এবার আসছে বইয়ের ঢেউ। নেই নেই করে প্রত্যেক লেখকের গত দুবছরের “রাশি রাশি ভারা ভারা” ধান তুলে দেওয়া হচ্ছে গুচ্ছ বেঁধে বইমেলা ২০২২ এর নৌকায়। বই-অপ্রেমীদের কোন চাপ নেই। এত বইয়ের ঢেউ দেখে খুব বিবমিষার সঙ্গে “সব বই ট্র্যাশ, অপাঠ্য, এত্ত এত্ত বই কে পড়ে বাপু” বলে মুখ ফেরাতেই পারেন। আর আমাদের মত ঘোষিত বইপ্রেমীদের আসল সমস্যা–শ্যাম রাখি না কুল রাখি, শখের বই রাখি না কাজের বই রাখি, বন্ধুদের বই রাখি না অগ্রজদের বই রাখি তালিকায় ? অপরজনের দাবি, এই বিশাল পরিমাণ নতুন বইয়ের মধ্যে থেকে পাঁচটি বেছে নেওয়া! আদৌ সম্ভব। তবু পাঁচটি বই দিলাম…
আমাদের ভেতরের কৈশোর কখনো মরে না, বৈজ্ঞানিক অনুসন্ধিৎসাও না। বরং আজকাল এক আধখানা বই দেখলে ভীষণ আপশোস হয়, আমার ছাত্রজীবনে যদি এরকম বই পেতাম? অংক নিয়ে জয়ঢাক প্রকাশনার বই, আর্যভটের পুথি – ভারতের ম্যাথভেঞ্চার এবং ডারউইনের সমুদ্রপথে গালাপাগোস যাত্রার সময়ের নানা নোটবুক থেকে সাজিয়ে অনুবাদ করা ডারউইনের ডায়েরি, একটি সমুদ্র অভিযান যা সভ্যতার দিশা বদলে দিয়েছিল। দুটি বইই দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা/অনুবাদ/সাজিয়ে তোলা। অতীব সুখস্মৃতি বলে দেয় আমাদের ছাত্রজীবনে পূর্ণেন্দু পত্রীর কী করে কলকাতা হল ইত্যাদি এক ধাঁচার অসামান্য কতগুলি বই পড়ে অনেকটা সময় কেটেছে। সেই কৈশোর ফিরিয়ে আনবে জয়ঢাক এই বইগুলির হাত ধরে।
তবুও প্রয়াসের নির্মিত বই তৃষ্ণা বসাকের “টেসলার টাওয়ার” কিনব, পড়ব, এ ইচ্ছে আছে। তৃষ্ণা প্রযুক্তিবিদ-লেখক এবং ইলেকট্রিক গাড়ির উদ্ভাবক টেসলার জীবন, বিজ্ঞান-প্রযুক্তি-রহস্য-ইতিহাসের একটা অদ্ভুত মিশ্র ক্ষেত্র। তবুও প্রয়াসের আরেক বই কিনব, আনসার উদ্দিনের ‘শিমুল তুলোর বালিশ’। ছোটগল্পের বই। এই লেখক নিজের গ্রামজীবনের অঙ্গীভূত। গ্রামীণ রসবোধ, তিক্ত শ্লেষ ও বাস্তব অভিজ্ঞতার রসদে ভরাট হবে এই বইটি। কারণ আনসার উদ্দিনের প্রতিটি গল্প আমাকে অন্য এক জগতে পৌঁছে দেয় আগেও দেখেছি। তা বাংলার বধূ বুকভরা মধু-র রোমান্টিক গ্রামীণতা নয় আবার তৃতীয় বিশ্বের আর্ট ফিল্মের তিক্ততম বাস্তবের অন্ধকার কাহিনীর ডিস্টোপিয়াও নয় পুরোপুরি।
পড়তে চাই সৃষ্টিসুখ থেকে প্রকাশিত প্রতিভা সরকারের “সদাবাহার”। এই লেখককে এই মুহূর্তে যে বহুকলমি পরিণত অসামান্য শিল্পরচনার ক্ষেত্রে দাপিয়ে বেড়াতে দেখছি, আমার পাঠকসত্তার কাছে এ এক আবিষ্কার। যখন আমরা ভেবে ফেলি আমাদের “স-অ-ব কিছু পড়া হয়ে গেছে” তখনই এসে হাজির হন এমন এক এক লেখক। সারা জীবনের সাহিত্যচর্চার অভ্যাস, প্রচুর পড়া ও লেখার অভিজ্ঞতা, এবং সচেতনে অবিজ্ঞাপিত হয়ে আড়ালে থাকাকে উশুল করে নেন বিদ্যুৎ চমকের মত আবির্ভাব দিয়ে।
[লেখক – কবি, গদ্যকার।]
Posted in: February 2022 - Cover Story, PROSE