বইমেলায় পাঁচে পাঁচ : শ্রীলগ্না মজুমদার

অতিমারির দাপট পেরিয়ে অবশেষে যেদিন শুনলাম বইমেলা হবে, মন টা আনন্দে নেচে উঠেছিল। আবার স্টলে স্টলে ঘোরা, হিসেবের বাইরে লোভে পড়ে বই কিনে ফ্যালা, বাড়ি ফিরে নতুন বইয়ের গন্ধ শুঁকে আবার প্রতীক্ষা করা পরের বারের বইমেলার জন্য। এটাই নিয়ম, এটাই হয়ে থাকে। এত দিন এই ভালো লাগা থেকে দূরে থাকার কষ্ট মন থেকে মুছে ফেলে তাই ভেবে রেখেছি এইবারের বইমেলায় কি কি বই কিনবো। তার মধ্যে সবথেকে পছন্দের পাঁচটির কথা এখানে উল্লেখ করি।

ফেড ইন ফেড আউট – পূর্ণেন্দু পত্রী – সপ্তর্ষি প্রকাশন
-দেখতে, দেখতে যদি হঠাৎ জানতে ইচ্ছে করে, কেমন ছিল আন্তেনিওনির প্রথম ছবি তোলার দিন বা গারবো কী করে “গ্রেটার” গারবো হয়ে উঠলো, দরোয়ানের সঙ্গে লুকোচুরির ব্যাটল খেলে কীভাবে আইজেন্সটাইন তোলেন পটেমকিন, কী ভাবেই বা আইরিশ গ্যাস্পার ডি জির ‘আই’ তে হয়ে উঠলেন নায়িকা সবিতা দেবী? এই রকম ছোটো ছোটো, ছবি তৈরির নেপথ্য কাহিনী নিয়ে ফিল্ম-এর টুকরো যেন এই ফেড ইন ফেড আউট, পূর্ণেন্দু পত্রীর কলমে লেখা পুনর্মুদ্রিত হতে চলেছে, যা পড়ে ফেলা সিনেমা দেখার মতই জরুরি কাজ বলে মনে হয়।

Comrade of the Revolution: Selected Speeches of Fidel Castro by Fidel Castro Ruz,
Edited by Manolo De Los Santos, Vijay Prashad, Foreword by Fernando Gonzalez Llort, published by LeftWord Books, New Delhi
ফিদেল কাস্ত্রোর প্রতিটি বক্তৃতা ছিল বিপ্লবের পাঠ। মানুষের কাছে পৌঁছানো এবং বিপ্লবকে ইতিহাসের মোড়কে পেশ করাই ছিল এগুলির উদ্দেশ্য। বক্তৃতা গুলি একাধারে সমাজবিজ্ঞানের, ইতিহাসের এবং সাহিত্যের পাঠ। সরকারি নথি ঘেঁটে তথ্য বের করে বিভিন্ন পুরনো প্রথা, গল্প, মৌখিক ইতিহাস এবং অভিজ্ঞতার আলোকে সেগুলিকে মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ফিদেল। তাঁর ‘social experiment’-এর মূল উপাদান, তাঁর বক্তৃতা গুলোর এই সংকলন খুবই দরকারি একটি কাজ।

অপর: লেখা ও কথার সংকলন, গায়ত্রী চক্রবর্তী স্পিভাক; অনুষ্টুপ
এটি গায়ত্রী স্পিভাক এর প্রথম বাংলা বই। প্রথম লেখা প্রবন্ধ টির বিষয় অবিনির্মান (deconstruction) আর শেষ লেখা ২০২২ এর জানুয়ারি। মাঝখানের লেখা স্মৃতিচারণমূলক গদ্য। আর আছে কলকাতার বাস নিয়ে তাঁর ছাত্রজীবনের একটু অসাধারণ রচনা। এছাড়াও তাঁর অসংখ্য রচনায় বাংলা ভাষা ও সংস্কৃতি উদ্ভাসিত। গায়ত্রী স্পিভাক-এর মত বিশ্ব নাগরিকের এই রচনার সংকলন নিঃসন্দেহে সংগ্রহযোগ্য।

Listen to My Case!: When Women Approach the Courts of Tamil Nadu by Justice K. Chandru, LeftWord Books, New Delhi
এই বইতে মাত্র ২০ টি ছোট ছোট রচনায় জাস্টিস কে চান্দ্রু বলেছেন দক্ষিণ ভারতের নারীদের সাহসের গল্প। বারংবার তারা গর্জে উঠেছে তাদের প্রতি করা অন্যায় ও অবিচারের বিরুদ্ধে । শুধু যে কোর্টে গিয়ে তারা লড়েছে এমনটা নয়। সমাজে ন্যায়ের আসল অর্থ তারা খুঁজে বের করার চেষ্টা করেছে। এই অপূর্ব সাহসিকতার আখ্যানগুলো জানার জন্য এই বইটি অবশ্য পাঠ্য।

মেহরিন: ঋদ্ধি রিত, বৈভাষিক
বিপ্লব, প্রকৃতি, প্রেম, স্মৃতি। এই সবকটি নিয়ে যদি কেউ খানিকক্ষণ সময় কাটাতে চান, অনুভূতির গভীরে গিয়ে ভুলে থাকতে চান যাবতীয় ব্যস্ততা, তবে এই বইটি তার জন্য। কিছু কবিতা যেমন মনে এনে দেয় অদ্ভুত এক শান্তি, তেমনই আরো কিছু কবিতা আমাদের পৌঁছে দেয় বিপ্লবের আরো একটু কাছে।

[লেখক – যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্রী, সঙ্গীত শিল্পী।]

Facebook Comments

Leave a Reply