আমার তালিকায় যেগুলো : ঋদ্ধি রিত

২০২০-তে শেষ কলকাতা আন্তর্জাতিক বইমেলার স্বাদ পেয়েছিলাম আমরা। তারপর করোনার জুজু আমাদের মার্ক্স পড়ার থেকে মাস্ক পরতে বেশি বাধ্য করেছে। এবছরও ওমিক্রনের একটা আঁচ আসায় ফেব্রুয়ারির শুরুর বইমেলা ফেব্রুয়ারির শেষে গিয়ে শেষ অব্ধি হওয়ার জায়গায়। যাইহোক, বইমেলা হচ্ছে এটাই একটা আনন্দের খবর।
বইমেলার কথা বলতে আরেকটা কথা বলি, কথাটা আমার খুব মনে ধরেছে তাই সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। সৌম্যেনদা (সৌম্যেন পাল, প্রাবন্ধিক ও প্রচ্ছদ শিল্পী, বই পাড়ার অন্যতম পরিচিত নাম) কদিন আগেই বলছিল, কলকাতা আন্তর্জাতিক বইমেলা আর দিল্লী আন্তর্জাতিক বইমেলার একটা বিস্তর ফারাক লক্ষ্য করা যায়। এখানে পাঠক ও লেখকের আলাপচারিতার একটা জায়গা থাকে, অন্য দিকে দিল্লী বইমেলায় প্রকাশক ও প্রকাশক। এখানের বইমেলায় পাঠক ও প্রকাশক যদি আলাপচারিতা করা যায়, তাহলে খুব ভাল। তার কারণ লেখক তো ঠিক আছে, কিন্তু যারা বই কেনে আর যারা বই বানায় তাদের কথা বলা খুব দরকার। বইয়ের এতো দাম কেন? বা এই জাতীয় তথ্যের আদান প্রদানটাও দরকার।
বেশি কথা বলার জায়গা নেই, সম্পাদক মহাশয় শব্দ সংখ্যা বেঁধে দিয়েছেন। তাই সরাসরি বইয়ের বিষয়ে যাই। পাঁচটা বইয়ের নাম ও কেন কিনব তা সংক্ষেপে রাখছি।

শাঁটুল বাবু – রাধাপ্রসাদ গুপ্ত জন্মশতবর্ষ স্মরণ সংকলন, সপ্তর্ষি থেকে প্রকাশিত। আর. পি বা রাধাপ্রসাদ গুপ্ত বা শাঁটুল বাবুর এটা জন্ম শতবর্ষ। তার লেখা থুড়ি নিবারণ পণ্ডিতের কিছু লেখা এই বইয়ে স্থান পেয়েছে। তার সঙ্গে আছে রাধাপ্রসাদ চর্চা। একজন রসিক বাঙালি হিসাবে এই বই অবশ্যই সংগ্রহ করে ফেলতে চাই।

ইয়ংবেঙ্গল থেকে কমিউনিস্ট বেঙ্গল, সুমন্ত বন্দ্যোপাধ্যায়-এর প্রবন্ধ সংকলন, অনুষ্টুপ থেকে প্রকাশিত। বইটা কেন কিনব? বইয়ের নামটাই যথেষ্ট নয় কি? আশা রাখি সুমন্তবাবু বইয়ে নামের মতোই ভেতরেও বারুদ ভরে দিয়েছেন। একটা আর একটা বিশেষ কারণও আছে, বইটার অসাধারণ প্রচ্ছদ সৌম্যেন পালের করা।

Nothing will be Forgotten: From Jamia to Shaheen Bagh, লেখক Nehal Ahmed, LeftWord Books থেকে প্রকাশিত। ১৫ আগস্ট ২০১৯ সালে দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শান্তিপূর্ণ অবস্থানের ওপর এক হিংস্র আক্রমণ নেমে আসে যা ছিল শাহিনবাগের উপকেন্দ্র। এই বইয়ের লেখক নেহাল আহমেদ তার একজন প্রত্যক্ষদর্শী। তার কলমে সেই ইতিহাস তোলা আছে বলেই আমার বিশ্বাস।

Revolutionary Pasts: Communist Internationalism in Colonial India, লেখক Ali Raza, Tulika Books থেকে প্রকাশিত। ভারতীয় বিপ্লবীদের জীবন, ভৌগলিক এবং উপনিবেশিক বিরোধী সংগ্রাম এবং কীভাবে তারা সমাজকে পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন তা প্রকাশিত হয়েছে এই বইয়ে। রাজনৈতিক উত্থান, বুদ্ধিজীবীদের উত্থান, পতনশীল সাম্রাজ্য এবং বৈশ্বিক সংঘাত দ্বারা চিহ্নিত সময়ে ভারতীয় বিপ্লবীরা উপনিবেশিক বিশ্বের এবং এর বাইরেও ঔপনিবেশিকতা ও পুঁজিবাদ থেকে মুক্ত ভবিষ্যৎ গড়ার আকাঙ্ক্ষায় অগণিত অন্যদের পাশে দাঁড়ান। এখন এই বিষয় গুলো লেখক আর্কাইভ থেকে তুলে এনে কীভাবে কমিউনিস্ট আন্তর্জাতিকতা জাতীয় মুক্তির সংগ্রামের কতটা গুরুত্বপূর্ণ কাজ হিসাবে তুলে ধরেছেন সেটাই পড়ে দেখতে চাই।

একদিন ধুলোর কাছে – তৌসিফ হক-এর চিত্র সংকলন, ছাপাখানা থেকে প্রকাশিত। তৌসিফ হক আমার খুব কাছের এক বন্ধু তো বটেই তাছাড়াও ওর মতো শিল্পী এই সময়ে আছেই বা কজন? আমার তৌসিফের আঁকা বরাবরের পছন্দ। বিশেষত ওর আগেকার আঁকাগুলোর আকাশটা দেখলে মনে হত, ঐ আকাশে হারিয়ে যেতে। আহা! চমৎকার সব ছবি। এই বই সংগ্রহ না করা তো অপরাধ।

[লেখক – চলচ্চিত্র নির্মাতা, গল্পকার ও সংস্কৃতিকর্মী।]

Facebook Comments

Leave a Reply