প্রতীক্ষার বই : রিপন হালদার

করোনা আতঙ্ক বইমেলাকে ঘাড় ধরে ঘরে ঢুকিয়ে ফেলতে পারলেও দমাতে পারেনি আবেগময় পাঠকের মনকে। তাই তো সে অনলাইনের বোতাম টিপে টিপে পছন্দের বইয়ের সন্ধান পেয়েই ছাড়ে। দুই বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে ফেব্রুয়ারির শেষে বসছে কোলকাতা বইমেলা-২০২২। এবারের বইমেলা তাই আমাদের কাছে বিশেষ স্মরণীয়। এই বছর থিম-কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশে প্রকাশিত আমার পছন্দের পাঁচটি বই নিয়ে এবার বলব।

প্রথম বইয়ের নাম ‘বানিয়ালুলু’লেখক শিবব্রত বর্মণপ্রকাশক ‘বাতিঘর’। ‘ঊনলৌকিক’ নামে এক ওয়েব সিরিজ দেখতে গিয়ে এর খোঁজ পেয়েছি। এই বইয়ের বিশেষত্ব যা জেনেছি তা হল এর অনোখা আখ্যান স্টাইল। একজনের রিভিউ পড়লাম, “অতি সাধারণ ভাষায় পাশে বসা মানুষটির মত হাল্কা চালে বলা গল্পগুলি শেষ পর্যন্ত আর হাল্কা থাকে না। ধীরে ধীরে বশ করতে থাকে গল্পগুলি। চরিত্রগুলি বসবাস করতে থাকে চারপাশে। অবশ্যই বাস্তবধর্মী লিখন ভঙ্গিমা এর নয়। কিন্তু অবাস্তবতাকে বিকল্প বাস্তবে রুপান্তর করার কৌশল এই সাংবাদিক তথা লেখক ভালোই আয়ত্ত করেছেন বলা যায়।“

দ্বিতীয় বইয়ের নাম ‘মানুষের মাংসের রেস্তোরাঁ’লেখকের নাম মোজাফফর হোসেন। এই লেখকের বই আগেও পড়েছি। এবং ওনার লিখনভঙ্গিমা আমার ভাল লাগে। এই বইয়ের দুই-একটি গল্প অনলাইনে পড়া। তাই আগ্রহ বেড়েছে। ইনিও আপাত অবাস্তব বিষয় নিয়ে লেখেন কিন্তু অতি দক্ষতার সঙ্গে একে সমসাময়িক বাংলাদেশের সমাজ রাজনীতির সঙ্গে যুক্ত করে দেন। একধরনের ‘কালো কৌতুক’ সৃষ্টিতে উনি বিশেষ দক্ষ। প্রকাশক- পাঞ্জেরী

তৃতীয় বই ‘উজান বাঁশি’লেখক স্বকৃত নোমান। এই বইয়ের বিজ্ঞাপনে বলা হয়েছে এর বিষয় নির্জ্ঞান প্রাপ্তি। এই তথ্য-বিস্ফোরণের যুগে বিপরীতক্রমে লেখক আমাদের নিয়ে যেতে চান শতাব্দী-প্রাচীন ভারতীয় দর্শনের এক বিশেষ শাখায়, যেখানে জ্ঞানী হওয়া নয়, বিস্মরণের মাধ্যমে অজ্ঞানী হওয়াতেই আনন্দ। বিষয়টি আমাকে বেশ ভাবিয়েছে। এর প্রকাশক- পাঞ্জেরী

চতুর্থ বই ‘লেখকের হ্যান্ডবুক’লেখক মোজাফফর হোসেনপ্রকাশক- বিদ্যা প্রকাশ। এই নন-ফিকশন বইয়ের বিষয় ন্যারেটিভ স্টাইল। বিজ্ঞাপনে লেখক বলা হয়েছে, একই সূর্যের নিচে সব গল্প তো বলা হয়ে গেছে! এখন এক গল্প থেকে অন্য গল্প আলাদা হবে কীভাবে, তারই সংক্ষিপ্ত অথচ যথাযথ উপায় সন্ধান আছে এখানে। বলা বাহুল্য যে এইধরনের বিষয় নিয়ে বই বাংলা ভাষায় খুবই কম লেখা হয়েছে।

পঞ্চম বই ‘সেপিয়েন্স’নোয়া হারারির লেখা এই মহাগ্রন্থের বাংলা অনুবাদ বাংলাদেশ থেকে প্রকাশিত হয়েছে। কালের যাত্রাপথে আদিম মানুষের মানব হয়ে ওঠার অভিযান বর্ণিত। অনেক দিন ধরে এটি আমার তালিকায় আছে। প্রকাশক- ইউ পি এল

[লেখক – কবি ও গল্পকার।]

Facebook Comments

Leave a Reply