কী বই কিনব : ফাল্গুনী ঘোষ

উপন্যাস– অপর
লেখক– সৌরভ মুখোপাধ্যায়
প্রকাশক — ক্যাফে টেবিল

আমরা মানুষেরা আসলেই মনের মধ্যে খুব স্বাধীন হয়ে বয়ে চলার গোপন ভাবনা লালন করি প্রায়শই। সেই স্বাভাবিক। আর সে কারণেই স্বাভাবিক ভাবনা চিন্তারা নিয়মের খাঁচায় কোথায় যেন দম আটকে পড়ে। যা সোজা পথে চলে না, যেখানে গভীরে পর্দার অন্তরালে অন্য পর্দা উন্মোচিত হয়, মনের সেইসব গলিঘুঁজির হদিস পাওয়া যেতে পারে এই বইতে। মনের গর্ত খুঁড়ে খুঁড়ে আরো গভীর, জটিল রহস্যের খোঁজ দিতে পারবে এ বই, এটাই আশা।

প্রবন্ধ- খন্ডিতার বিশ্বদর্শন
লেখক– যশোধরা রায়চৌধুরী
প্রকাশক — সৃষ্টিসুখ

নারীভাবনার রূপান্তর বলা যায় এই বইটিকে। যেহেতু আজও অনেকেই মনে করেন নারীর বিশ্ব, তার ভাবনা, স্বপ্ন, কল্পনা হয়ত সমগ্রকে ধারণ করে না। বোধহয় একপেশে। লেখক নিজে কোথাও যেন সেই ভাবনাকে ধাক্কা দিয়েই বইটির নামকরণ করেন খন্ডিতার বিশ্বদর্শন। তাছাড়া সূচী খুব লোভনীয় আমার কাছে।

উপন্যাস–জলেশ্বরী
লেখক– ওবায়েদ হক
প্রকাশক– অরণ্যমন

আসল বাংলাদেশ কোথায় অবস্থান করে! কী তার রূপ! আমাদের স্বপ্নের গ্রামের সঙ্গে কতটাই বা মেলাতে পারি তাকে! এইসব প্রশ্নের উত্তর কোনো এক জলছড়ি বা জলেশ্বরী গ্রামে পাওয়া যাবে। পথে যেতে যেতে বন্যাপীড়িত বাঙলার রূপ পাঠকের সামনে একগুচ্ছ প্রশ্ন রেখে যেতে পারে, এসব প্রশ্নের আবেশে বিহ্বল হতে তাই এই বইটি আমার তালিকাভুক্ত ।

কবিতা– স্বপ্ন সংহিতা
লেখক– শাশ্বতী ভট্টাচার্য
প্রকাশক– ধানসিড়ি

একান্নটি সংস্কৃত ছন্দকে ব্যবহার করেছেন লেখক তাঁর কবিতায় । ছন্দের জাদুকর শঙ্খ ঘোষের কাছ থেকে তালিম নিয়ে শেখা ছন্দ কবিতায় কেমন দোলা দিয়েছে তা দেখার জন্য এই বই পড়বই। সঙ্গে উপরি পাওনা হল কবিতার সঙ্গে ছন্দগুলির বিবরণ ও ব্যবহারিক আলোচনা।

ছোটগল্প – চাঁদভাঙা জল
লেখক– সোমনাথ ঘোষাল
প্রকাশক– অভিযান

কবি সোমনাথ ঘোষালের গদ্য নতুন ধারার। সেই কারণেই এই বই আগ্রহ জাগিয়েছে এবং আমি এই বই আমার সংগ্রহে রাখতে চাই।

[লেখক – কথাশিল্পী।]

Facebook Comments

Leave a Reply