বইমেলা থেকে কিনব? – আদিদেব মুখোপাধ্যায়
এমন বই ভাবতে গিয়ে প্রথমে বিপাকে পড়লাম। বইমেলা মূলত আমার কাছে আড্ডা, আত্মপ্রজেকশন, ভয়েরিজম ও হ্যাংলামির জায়গা। এবারে কিছু বই যদিও কিনতে হবে। অপরজন চাইল বলে লিস্টটাও বানানো হয়ে যাচ্ছে।
অযথা চিঠিপত্র না বিলি করে পোস্টাপিসটা খুলে যাচ্ছে সামহন্তা ফুলে (কবিতা)। তনুজ সরকার, গুরুচণ্ডালী প্রকাশন। অংশত হপ্তাক কাচরা পত্রিকায় ও ফেসবুকে পড়েছি। বইয়ের নামটিই একটা এক্সপ্রেশনিস্ট পেইন্টিং।
গাড়ি গোরস্তান (নাটক) – ফার্নান্দো আরাবাল /অনুবাদ সাত্ত্বিক নন্দী। কোয়ার্ক প্রকাশন। এর আগে হান্টকে’র ‘দর্শকের পেছনে কাঠি’ (অফেন্ডিং দা অডিয়েন্স) শাশ্বতদার অনুবাদেই পড়েছিলাম। দারুণ দারুণ দারুণ।
মানুষের বাচ্চা অ্যান্থোলজি (পত্রিকা)। কোয়ার্ক প্রকাশন। বহুদিন ধরে কিনতে চেয়েও কেনা হয়নি। কেন তার জন্যে অনেক কিছু বলতে হবে। বলছি না। নব্বই দশকের একটি সেরা ছোটোকাগজ।
অন্য গল্প (২)। (ভিনভাষার গল্প অনুবাদ অ্যান্থলজি)। কোয়ার্ক প্রকাশন। এর পয়লা ভার্শন (‘অন্য গল্প ১’) কিনে পড়েছি আগে। ক্যাথি অ্যাকার, আতোনাঁ আর্তো, ডোনাল্ড বার্থেলমি নাহলে ২৩ বছর বয়সে পড়া হত না।
গল্পসমগ্র ২। অরুণেশ ঘোষ। নাটমন্দির। বইমেলাতেই না হলেও পরে কিনতে হবে। গল্পসমগ্র ১ পড়েছি। যেমন গল্প আমি পড়তে চাই। বরাবর চেয়েছি।
ওয়ান শট (গল্পসংকলন)। অবনী ধর। ‘গ্রাফিত্তি’র টেবলে যদি পাওয়া যায়। সম্ভবত যাবে না, তবু উল্লেখ করলাম, কারণ লেখককে সম্প্রতি আবিষ্কার করেছি ও চমকে গেছি। ‘আমার দুঃখী মা’ ও ‘কলিকাতা দর্শন’ বাংলায় লেখা আন্তরিকতম গল্পগুলির দুটি।
মেধার বাতানুকূল ঘুঙুর (কবিতা)। মলয় রায়চৌধুরী। প্রকাশক ভুলে গেছি। অনেক আগেই পড়া উচিত ছিল।
কৌশিক সরকারের গদ্যের বই বেরোলে সেইটা কিনতাম। বেরোবে না। আমাকে নির্বাচনের ভার দেওয়া হলে ‘নিষ্ঠুরতার নন্দনতত্ত্ব, ‘দুঃশাসনের শাসনকাল’ ও ‘ঘাতকগ্রাফি’ লেখা তিনটি থাকত। অধুনা দুষ্প্রাপ্য।
সমারূঢ় ব্যতিক্রম পত্রিকার দস্তয়েভস্কি সংখ্যা (পুরোনো) ও উত্তরপাড়া সিনে ক্লাবের অযান্ত্রিক পত্রিকা (এও পুরোনো)-র তালে আছি। পেলে কিনব/ জেরক্স করব। ‘হপ্তাক কাচরা’ পত্রিকার সঙ্গে কাজ করছি (শূন্য স্টল, হ প্রকাশনী)। ২০১৭ সাল থেকে তাদের বই অসাড়ে কিনে ফেলি কিংবা তারা দিয়ে দেয় ভালোবেসে।
অত্রি ভট্টাচার্যের ‘ঘুম সম্পর্কিত একটি টেক্সট’ বইটি কেনার ইচ্ছে আছে (কোয়ার্ক থেকে বেরোচ্ছে)। অত্রিদের ‘ব্লিৎসক্রিগ’ (অনলাইন পত্রিকা) চমৎকার সব আইডিয়ায় ভর্তি ছিল।
Posted in: February 2022 - Cover Story, PROSE