তন্ময় ধর-এর কবিতা
সাপ
একটি সাপের ফণা পেরিয়ে যাচ্ছে
আমার কোলাহল
এবং তোমার নীরবতা
আমরা মিথ্যে কথা বলছি
ক্ষুধার্ত ঈশ্বর বেরিয়ে এসেছেন বিষদাঁতের ছায়ায়
সব রঙ মিথ্যে কথা বলছে
সাপের নীল গলায় একটা মৃত্যু ওঠানামা করছে রোজ
একটিই সাপের ফণা পেরিয়ে আসছে
আমাদের শীতের তীব্র মিসক্যারেজ
অনেক ফণার ভ্রম আমাদেরকে ছিটিয়ে দিচ্ছে
অন্যমনস্ক মৃত্যুর চিহ্নে
বিষের স্মৃতিহীনতার পাশে
আবার আমরা গুছিয়ে রাখছি খাদ্য ও সুরক্ষা
ময়ূর
অপ্রয়োজনীয় কাঠের ময়ূর থেকে
খিদেটা কেউ ফেলে দিয়েছে খোলামেলা ক্যামেরায়
নাভিতে অনেকটা বিষ
বিষের ভেতরে চামড়া ছিঁড়ে চলেছে কোন দৃশ্যপ্রবণতা
রঙ মিথ্যে বলবে
নখ ও শিফন থাকবে নিজেদের মতই
লালারসের আকস্মিক ক্রিয়া থেকে কেউ ফেলে দেবে
দৃশ্যের ওষুধ
মৃত্যুর হালকা বাউন্স থেকে
আমাদের চোখ সরিয়ে নেওয়ার আগেই
Facebook Comments
Posted in: January 2022, POETRY