স্বর্ণেন্দু সেনগুপ্ত-র কবিতা
পরকালের ভিতর দিয়ে
পরকালের ভিতর দিয়ে উড়ে যাচ্ছে মেঘ
মেঘকে মেঘুম বলে কে ডাকল আজ
বিপন্নতার পাশে পাশে আকাশ ছুঁয়েছে বালকেরা
যেভাবে, আকাশ দেখে কেউ কেউ, কল্পিত বাতাসের বয়ে যাওয়া দেখে
বেড়ালের ছায়াগুলি ডিঙিয়ে যাওয়ার নামে সূর্যের নিভে যাওয়া দেখে
তারপরও কেউ কেউ আকাশকে নীলাভ বলে ডাকে
আর এই অসমান মন্ত্রপূত ধ্বনি বর্ণে বর্ণে রটে যায় দিন
সকলেই জেনে গেছে, বাতাসের ভিতর এক অশরীরী গল্প বেড়ে চলে
মেঘের ভিতর থেকে মেঘমালা ফিরে আসে দিন
আকাশ যদিও আজ নীলাভ হয়েছে
বাতাস যদিও তার সংজ্ঞা হারায়
একটি পুতুল
সামনের মেলা –
একটি পুতুল কিনে দিও
খণ্ডিত মাথা যার
ছেঁড়াখোঁড়া চুল
একটি পুতুল
সহবাসের পরও
যার পাশে শুয়ে থাকা যায়
সেখানে নৃত্যের পরে
বসে থাকা রীতি
সেখানে মিলনের মিথে
কেঁপে ওঠে পাড়া
একটি পুতুল
দুটি বুকে মুখ ঢেকে
বুঝে নেওয়া, পাতার সে সুখ
একটি পুতুল কিনে দেওয়া
পায়ে যার ছুঁয়ে থাকে উঠোনের স্মৃতি
যার বুকে টিকে আছে নতুন পিপাসা
সেই জল তোমাকে ছোঁয়াব –
একটি পুতুল, যার পাশে
নতুন রান্নার পরে রেখেছো উনুন
Posted in: January 2022, POETRY