শুভ্র বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
পিতৃব্যবচ্ছেদ
৬.
আমরাই পরস্পরের লিঙ্গচ্ছেদ করেছি
যেখন “মমতা, একটি দিন হয়ে ওঠে”
পিতৃব্যবচ্ছেদে
বারবার পরমাত্মরতিপূর্ণ ছুরি দিয়ে
কেটে রাখি নিজের সাহসের মাংস
বাবাকে দেবো রাতের খাবারে
৭.
“স্পষ্টতার মত মমতায় নিজের হাতের ওপর”
শল্যছুরি চালাই
তার আগেই বের করে নিয়েছি নিজের
বুদ্ধিদীপ্তিহীন চোখ
এলোপাথাড়ি
“কৃষ্ণচূড়াজ্বলে ওঠা ভোরে”
যখন বাবার লঘু সঙ্গীতপ্রেম
আমার কোনও সময়কেই মৌলিক হতে দেয়নি
গ্রীষ্মদীপ্ত হলুদ পরিখায় একটা পাথরের পাখি রেখে গেছে
যার রক্তের ছিটে লাগা পিঠ
পিতৃব্যবচ্ছেদে প্ররোচনা দিয়েছে
Facebook Comments
Posted in: January 2022, POETRY