সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়-এর কবিতা
ছেলেখেলা
১.
দেব, সে পাবক ভূমি অস্পর্শ ধারের ধুঁয়াধার
কাটে ছন্দ কাটে গাত্র মদ মাত্র জুড়ে ক্ষতরাজি
আসক্ত বয়ন ঋতু সামান্য উল্লাসে হাহাকার
ঘোড়াড্ডিম অতঃকিম, শিখরে খেলিছে ছায়াবাজি
২.
ঘুলে যাবে হাওয়া
ফুলে যাবে জল
পাথর নামবে গড়ানে
ধুলো পাকে পাকে
নাচতেই থাকে
ছেলেখেলাময় পরাণে
সন্ধ্যাকালীণ
গর্ভের ঋণ
নত হয় ভারী চক্ষু
যেকয় দিবস
ছুটি পরবশ
পকেটে রাখারই শোক খুব
৩.
যা দুলছে, তা স্রোত
পাশ থেকে কয়েকটি কবর উঁচু হয়ে আছে
তার নিচে খনিজ
অন্য ইতিহাস
কোনো একক্ষণের ফসিল
ভাবছিলাম, এগোতে এগোতে দেখছি
নাকি স্থির থেকে
বাকি সবকে ঘুরতে দেখছি
এখন মনে হয়, স্থিরতো পৃথিবীই নয়!
Facebook Comments
Posted in: January 2022, POETRY