সোমনাথ ঘোষাল-এর কবিতা

উজবুক – ২০

সরে আসে দূরের ঘর থেকে অচেনা মানুষের আঙুলের শব্দ। তাকে চেনা যায় না রাত ভাঁজ করা পৃষ্ঠার ভেতর। আমার চোখে উঁচু করে থাকা মাংস উল্লাস। পারিনি তাকে হত্যা করে মশার স্বপ্ন দেখতে…! যে রোজ আমাকে জানান দেয়, কানের ছালে চামড়ায়।
আমি কোনোদিনই উচ্চারণ স্পষ্ট করিনি! বাচ্চার কান্নায় যে আবেগ জন্ম নেয়, তাকেও কবিতা ভেবে জলখাবার খোঁজ করি…
সে বাচ্চাটার কবিতায় আমি মন দিই না… কখন যেন শূন্য শূন্য করে একটা গোটা পাণ্ডুলিপি থেকে মানুষটার নলি চেটে নেবে!
কবিতার কাছে ভুল খুঁজি… ঠিকগুলো মাছের মাথা গরম করে!

উজবুক – ২১

নেশা ভাঙতে গিয়ে টোকা মারি জলের সহজ ব্যবহার। মনে হয় মেঘের দিন শেষ পর্যন্ত আমাদের বোতল ভর্তি শব্দশোকে হাতপা কেটে দেহ ধরে আদর করবে…

এই পরগণা জুড়ে নেশাদের অনেক কারুকাজ গতিবিহীন শব তুলে চিরুনির ভেতর সাজিয়ে রাখে চুলের সাদাকালো…

তুমি শূন্য করে পাশ ফিরছো লেখায়… ব্যাকরণ পা ঘষছে শব্দে!

Facebook Comments

Leave a Reply