পলাশ দে-র কবিতা
ফুঁ
এলাম আর গেলাম
মাঝখানে তুমি, হাসছো
রাত্রি বন্ধ করে ঘুমোতে গেলে
প্রস্তুত হয়ে উঠলো জোনাকি এবং তারা নক্ষত্র
স্বপ্নের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই
স্বপ্ন এবং যুদ্ধ বন্ধুর নাম
যুদ্ধকে একবার অন্তত স্বপ্নের স্বাদ দিয়ো তুমি
আসছি আর যাচ্ছি
তুমি, একবারও ফুঁ দিলে না
ধর্মঘট
চিৎকার থেকে অসাড় পর্যন্ত যে বাজনা
বাজাও রজঃস্বলা …
আর একায় টলতে টলতে বেশ মহড়া হোক
লজেন্স মুখে ছুটতে ছুটতে কে অন্ধ হতে পারে
উধাও কাঁটাতার
কোথাও কোনো রেফারি নেই
বিস্ময় সূচক ছাড়া অন্য কোন চিহ্ন থাকবে না এই দুনিয়ায়
তার আগে অবশ্য ধর্মঘট করতে হবে
Facebook Comments
Posted in: January 2022, POETRY