নীলাব্জ চক্রবর্তী-র কবিতা

ধ্বনির বাইরে

কাঁচ অর্থে যে সূর্যমুখী
একটা নদী খুলে রাখছে
ধ্বনির বাইরে
ক্রস-রোড
পড়ে যাচ্ছে
বারবার
কয়েক পংক্তি মর্মর
বৃন্ত
শাটার
অপেক্ষায়
পতাকার কাছে একটা পড়ে থাকা জ্যামিতিক দিন
দুটো প্যারালাল মুখোশসরণী
পরস্পরকে
পোর্ট করছে যেভাবে
প্রিয় স্নায়ু
ট্রিগার করছে
স্তনন স্তনন কুচকাওয়াজ…

বাষ্প এক বাউণ্ডারী কণ্ডিশন

আঙুরী শব্দের কাছে
স্ক্রিনটাইম
সে এক বিষয় হয়েছে কতদিন
ছায়াভাঙা
পাথরের গান
শিরশির করছে
অথচ
বাষ্প এক বাউণ্ডারী কণ্ডিশন হয়ে
কাগজের জন্য কাগজ
ডিকোড করছে
একটা আরবান উদাসীনতা
রঙরুট
স্বপ্ন হচ্ছে ভ্যালেনটিনা পর্যন্ত
কয়েকটা ঠাণ্ডা ঠাণ্ডা শব্দ…

Facebook Comments

Leave a Reply