কৌশিক চক্রবর্তী-র কবিতা

দোলনা

পাখি ছাড়াই ফিরে আসছি যখন
ওবেলার ফিরে আসার দোলনা স্থির হয়ে খুলে যায় –
এই রোদের নাম জানেজান

সেই হাওয়া নদী হলে একেকটা নতুন ঘাট ভাষা হয়ে ওঠে

পা পড়ে এমনি ওমনির খেলায়
ঋতু গায় কখনও হারানো একটা আদর
কখনও একজনের চাঁদ

যেটুকু সাদাকালো হারায় সেখানে
এই অচেনা স্টেশন ততটাই বায়োপিক

ঠোঁটের লাবণ্য অনেক
তাকে একটু একটু বাজাতে গিয়ে
তখন
চাঁদ পেড়ে আনি

আলাপ

রুমাল নড়লে অন্যান্য বাড়িতে ভেসে ওঠে
আপেলের ব্যালকনি

লজেন্সবেলার চুমু অলিগলির আজেবাজে ঘষা খেয়ে
গালের খয়েরি দাগ হয়ে ওঠে
ঘাসের সুড়ঙ্গ দিয়ে বসন্ত
এসব হলুদ গল্প জানে কোনো কোনো তৃতীয় ফুল

তারপর ইউজার ম্যানুয়াল ছিঁড়ে ছিঁড়ে ভরে ওঠে পালকের খাতা

শুয়ে থাকে আরামকেদারার মনখারাপ
কোনো এক জানুয়ারির বিকেলবেলা
তারপর সাইকেল চড়ে হাসি দিতে আসে

বোবা হাতের গোলাপি
অথৈ হয়ে ওঠে

সে তিলের আলাপ বাজাই

Facebook Comments

Leave a Reply