অরূপরতন ঘোষ-এর কবিতা

প্রজাতান্ত্রিক কবিতা. ৩৭. বিদ্যুৎশিখা-কে

দুঃখ তুমি কতটা জমা হলে
ভরতে পারো পুকুর-নদী-বিল
দুঃখ তুমি অনেক কাটাকুটি
করলে তবু হিসেব গরমিল!

দুঃখ তুমি কড়া চাবুক হাতে
শাসন করো আকাশ-বায়ু-স্থল
দুঃখ তুমি প্রাচীর তুলছো যে,
দুপুর বেলা তাই দু’চোখে জল –

দুঃখ তুমি টেবিলে পড়ে থাকা
স্তব্ধ হওয়া সবুজ টেলিফোন,
দুঃখ তুমি সন্ধেবেলার ট্রামে
একলা ফেরা দুধসকালের মন।

দুঃখ তুমি লেনিন সরণীতে
ফেরার বাসে সেই শেষ হাত নাড়া –
দুঃখ তুমি ঘুমোলে মাঝরাতে
শিয়রে জাগে এখনও নীল তারা…

প্রজাতান্ত্রিক কবিতা. ৩৮. বনলতা

সুকল্যাণ, চলো আরেকবার ভ্রমণে যাই
এই ভ্রমণ হবে একটা উপলক্ষ্য মাত্র
যাতে তুমি পটু –
তাই তোমারই হাত ধরে এগোই কিছুটা –

লাকাইসিনির পাহাড়ে জল আসে, নেমে যায়
এমনকি অভিমানও ধুয়ে যায় ঝর্ণায়

উনিশশো নিরানব্বই-এ কাঁকড়াঝোড়ে
একটি সফেদ ময়ূরের ডাকে হয়েছিল ভোর,
ওই শীতে আমরাও ছিলাম বেশ ন্যুব্জ
আর খানিকটা দাক্ষিণ্য বিলাসী

চলো, এই দু’হাজার বাইশ-এ এসে পুনর্বার মিলিয়ে নিই
ওইটি সঠিক ময়ূর ছিলো কি না!

Facebook Comments

Leave a Reply