তন্ময় রায়-এর কবিতা
সব জায়গার পাহাড়
১.
দেবার দিন প্রকাশিত হয়ে গেল
লেখা লেগে থাকা জলভাত
কুসুম গরম
ঠোঙার গণিত
আমার কয়েকটা নম্বর কেটে নিয়েছে
বই লিখতে বসছি নিয়ম করে
বিস্তর দূষণ
খাতার শহর
পিঠের ডিকশনারি বেয়ে নল
সোজা আঙুল হয়ে
কালিমাখা ভাণ্ডার
নোনা আর ছত্রাক প্রদর্শনী
আমি নিজস্ব সংবাদদাতা
২.
দুদিন পর আবার
তোমার টক স্বাদ
রং করার ডাক পাই
শ্বাসে সুখবর
সূত্রে পায়ে পায়ে গয়না
এসবে কোথায় আমার পোষা দাগ
একটা চোখ ছোট হয়ে জন্মাচ্ছে
ভিড়ভারাক্কা নাম্বারিং
পেন্ট-4-ইন-2-অল
অ্যাপ্রন ফুটো করে ঢুকে যাচ্ছে ঠাণ্ডালাগা
সর্দিতে ব্যাঙগোর পাড়ের গন্ধ
আমার ধাতে
চোখ শুধু কোহলে কোহল
নিঃশ্বাসে মাপা যাবে কত ভরি…
Posted in: December 2021, POETRY