সম্পাদকীয়
বাঙলা ছোটোগল্পের অধুনা পরিস্থিতি কি খুব আশাপ্রদ? অর্থাৎ বিস্তৃতি শুধুমাত্রই বঙ্গেই সীমাবদ্ধ? ভারতীয় বিভিন্ন ও বিদেশি ভাষায় বাঙলা সাম্প্রতিক ছোটোগল্পের অনুবাদ খুব একটা যে হয়না, তা কম বেশি আমরা সবাই জানি।বিশ্বের দরবারে বা ভারতবর্ষের অঙ্গনে বাঙলা সাম্প্রতিক গল্পকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমাদের সাহিত্য প্রতিষ্ঠানগুলির তেমন উদ্যোগও চোখে পড়ার মতো নয়। তবুও কথাকার ও সাহিত্য অনুরাগীর বিপুল উৎসাহে বাঙলা গল্পের ক্ষেত্রে ঘটে চলেছে বিস্ময়কর পরীক্ষা নিরীক্ষা।এই সংকলনে হয়তো তার সম্পূর্ণ প্রকাশ ঘটল না, তবুও সাম্প্রতিক বাঙলা গল্পের গতিপ্রকৃতি কিছুটা লক্ষ করা যেতে পারে। প্রবীণ ও নবীন কথাকারদের সমন্বয়ে এই গল্প সংখ্যাটি আশা করি পাঠকদের ভালো লাগবে।
গত ২০ শে ডিসেম্বর, সোমবার, ২০২১ আমাদের ছেড়ে চলে গেলেন বাঙলা সাহিত্যের অন্যতম শ্রদ্ধেয় কথাকার অজিত রায়। নুড়ি পাথর অতিক্রম করে খরস্রোতা নদীর মতো তাঁর আখ্যানের ভাষা বংলা গদ্যসাহিত্যে এক অপূর্ব সংযোজন। এই সংখ্যায় তাঁর গল্প নিশ্চয়ই এক ঐতিহাসিক ঘটনা এই কারণে, সম্ভবত এই গল্পটিই অজিত রায়ের লেখা শেষ গল্প।
অজিত রায়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা।
শুভংকর গুহ
অতিথি সম্পাদক
ডিসেম্বর ২০২১
Posted in: December 2021, EDITORIAL