আদিদেব মুখোপাধ্যায়-এর কবিতা
হিসির বেসিন উলটে রাখা আছে
১.
কষ্টেসৃষ্টে কলম ঠেলছি
শাদা ক্ষেতে তো গরিবের
একটাই লাঙল
পুরোনো চিৎকারগুলো
একেই বোবা
তায় ধরতে গেলে যায় ফসকে
কুঁড়ে ভাবুকদের পক্ষে আমি
হাত তুলছি
অ্যাসপিরিন খেয়ে সেই এক
রগুড়ে মিথ্যের বেসাতি
…তোমরা এখনও এটাকে সাহিত্য বলছ?
২.
সুন্দরীর
ফর্সা বুকের উল্কিতে
একটি পাখি
তার দীঘল ডানাদু’টি
খুলে ধরেছে
যাদের সে
আর কখনোই
মুড়তে পারবে না
দেখে আমার রোগা হাতদু’টি
ঠাণ্ডা হয়ে আসে
জ’মে
পাথর হয়ে যায়
Facebook Comments
Related posts:
Posted in: December 2021, POETRY