নীলাদ্রি দেব-এর কবিতা
শিরোনামে হেমন্ত নেই
এক.
শ্বাস ঘন হয়ে এলে
ভরকেন্দ্রে জমতে থাকে হলুদ
মেঠো ইঁদুরের গায়ে সূর্যের ঈষদুষ্ণ
এসবের শেষে শস্যের গান
সবুজের সমান্তরালে স্থির
দুই.
ফেরিওলা ঘরে ফেরে
জমির আগাছায় ছোপছোপ
বিষ, তবু বিষ ভাঙে
মহিষ ডুবে থাকা আস্ত পুকুর
ডুবে থাকে স্থির এক ছায়ার ভেতর
যাবতীয় ক্যানভাস…
গত ও আগামীর থেকে যতটা আলাদা
ততটা জীবন, আদাকুচি,
চিনি ছাড়া চুমুকের মতো সত্যি
Facebook Comments
Posted in: November 2021 - Cover Story, POETRY