আলিউজ্জামান-এর কবিতা
অবসান
তোমার দেহের মধ্যে কালো কালো টায়ারের তাপ
দুঃখ আর স্মৃতির গভীরে ঝুলে আছে কৃষকের দড়ি।
এখন এখান থেকে সরে যাই
যেখানে সন্ধ্যা হয় অথবা হয়নি।
যেখানে সোয়েটার থেকে খুলে যাওয়া উল,
তোমাকে চিনতে পেরে ল্যাম্পপোস্ট থেকে আলো
বেলুনের মতো দুমদাম ফেটে যায় বাতাসের ভিতর।
ঘূর্ণন
আর আমাকে ডেকোনা মরণকাক
জামার ভিতর অনেক গোপন কুঠুরি,
চিতা নেভা অন্ধকার।
ঐতো অচেনা নেপালী,
তোমাকে সঙ্গ করে…
লরির তলায় পিষে যায়।
Facebook Comments
Posted in: November 2021 - Cover Story, POETRY