সুবীর সরকার-এর কবিতা
টুকরো মেঘের নিচে
টুকরো মেঘের নিচে পাখির পালক হাতে
কারা বুঝি দেওয়ালে বরফ বিছানা পাতে
হাওয়ারা বলছে দেখো তোমার কথা
বলো, ভেজা বাতাসের কথা
সাবান ভিজে গেলে দেখি সবুজ গলি
একা একা কথা বলে নদীর পলি
ডায়েরি
তোমাদের দেশ থেকে আমি চলে যাই
পথে পথে উড়ুক ধূসর বর্ণ ছাই
ক্ষেতের উপর গাছের ছায়া
বন্ধনীতে যুক্ত করি মায়া
তুমি মেদুর হয়ে ওঠো
তুমি সুদূর হয়ে ওঠো
দেশ শুয়ে থাকুক ঘরবাড়ির ভিতর
আমরা বন্দনা করি গাছের প্রাচীন শিকড়
[প্রচলিত ছন্দ। যদিও আমি সেই ছন্দে লিখি না।
কিন্তু ছন্দ তো জানতে হয়। অলংকার তো জানতে হয়। যদিও সব লেখার ভেতরেই ছন্দ আছে। ছন্দ ভাঙা আছে। ছন্দ ছাড়া কিছুই হবার নয়।
কবিতা প্রতি মুহূর্তে পাল্টায়। সময়ের সঙ্গে বদলে যায় কবির ছন্দের নুতন প্রয়োগ। হয়তো প্রচলিত ছন্দের ব্যাকরণ থেকে কবি সরে আসেন। আমিও সরে আসি।
কিন্তু কখনই ছন্দ থেকে সরে আসা নয়। সেটা সম্ভবও নয়।]
Related posts:
Posted in: October 2021 - Cover Story, POETRY