সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

ফিরৎ

চিঠি তোমায় লিখছিনা এখনো
খাট চেয়ারে বাতিল ফুলের স্তূপ
স্নানের ঘরে জল ছড়ালে, খুব?

চশমা তোমায় মানায়নি কখনো
ও মন, আজও কানকথারা চুপ
চাপড় সাঁতার, প্রণামভঙ্গি, ডুব —

চিঠি, তোমায় লিখছিনা আজকেও
হঠাৎ হাওয়ায় উড়িয়ে দিলাম শ্বাস
জানিয়ো, উহা ফিরৎ পাইবেনা

ঝনারঝন ঝালার ঝাঁঝে দেহ
ঝলসেছিলো তোমার অবিশ্বাস
জানিয়ো, উহা ফিরৎ পাইবেনা –

উন্মার্গ জাতক

দুরন্ত অতিবাহনে সরে যায় পদতলে পথ
বাতাসে অস্থির ভাষা, ধরা দেয় কি না দেয় বোধি
চণ্ডালবালিকাদের দূর গাঁয়ে অরণ্যশপথ
থানে থানে বলি চড়ে, রাক্ষসনিধন নিরবধি
নৈরঞ্জনা, নৈরঞ্জনা, অল্প জল, শরীর না ভেজে
ব্রহ্মাণ্ডে ফেটেছে আলো, অঙ্গ জ্বলে যায় তার তেজে –

Facebook Comments

Leave a Reply