সার্থক রায় চৌধুরী-র কবিতা

মাতালের ঘর ২

নেশাগ্রস্ত ঘর দোর..ওই
একটি দরোজা খোলা,..
ভেঙে যাওয়া দাওয়া,
খয়ে গেছে মেঝে..
মাঝখানে আধভোলা
বটের শিকড় নেমে আসে
আর… সবাই শিউরে ওঠে..

রাত নামে, রাত.. ভোর হয়
যার ইশারায় ফুল ফোটে!…

লোহা

কামারের মত পেটাতে পেটাতে লোহাকে বললে সে-
‘আগুনের চোখ ছাইয়েই ঢাকোএবং বিন্যাসে
কিছু কথা বল, অভিজ্ঞতা বা উপনিত কিছু তলে.. মানে যাকে ওই-.. ‘এতদিন কি কি বুঝলে’?- তাহাকে বলে..

সে কিছু বলেনা,… যত মারো তাকে, যত দাও উত্তাপ,..
ছাই ঢাকা মুখ বেঁকে যাবে
তবু জানাবে না সন্তাপ।

Facebook Comments

Leave a Reply