রাহুল পুরকায়স্থ-এর কবিতা

একটি হত্যার কাহিনী

ইন্দ্রিয় সজাগ হ’ল, তুমি হ’লে তার ক্রীতদাস
যে আঁধি ছুঁয়েছে তাকে ভোরের আভাস

আভাস চেতনামাত্র, চেতনাতে তুমিও নিহিত
লেখক কল্পনা কর, লেখা অতর্কিত

কাঠের মুখোশ আর রণ-পায়ে পায়
তোমাকে বন্দনা করে, তোমাকে জাগায়

পাঠকজন্মের শেষে আকাশে আকাশে
লেখা আর লেখকের লাশ ভেসে আসে

সোম

যদিও বিশ্বাস কখনো করবোনা শান্ত তুমি আজো রাত্রিদিন
গুপ্তহত্যার দিনে যে চলে যায়, গুপ্তহত্যার রাত্রিদিন

প্রতিটি প্রেমিকের রক্তহীন চোখ অঙ্গারিকা, যেন অগ্নি চায়
প্রতিটি প্রেমিকের রক্তহীন চোখ অন্ধপ্রেমিকের অগ্নি চায়

কিম্বা প্রস্ফুট তৃতীয় পৃথিবীর অগ্নিমুখ আজ ধর্মহীন
প্রতিটি জনপদে ঘোষণা করা হোক বিপদ সঙ্কেতধর্মহীন

বিপদ কানাগলি, বিপদ বন্ধুর ঠাণ্ডা চোখ আর ঠাণ্ডা মুখ
তোমার দিনলিপি যুদ্ধপরায়ণ, ধর্মযুদ্ধের ঠাণ্ডা মুখ

ধর্ম যেন আজ বিপর্যয়-নেশা, সমূহ যোগাযোগ ধ্বংস হোক
যে পথ মরুঝড় যে পথ অগ্নির, ধর্মহীন পথ আমার হোক

Facebook Comments

Leave a Reply