অভিরূপ মুখোপাধ্যায়-এর কবিতা

কাকিমা, শীতকাল

মাঠের ধারে
কোনো গ্রাম নেই কোনো পথ নেই কোনো লোক
মাঠ একাই
সদ্য স্বামীহারা মা আমার
মাঠ একাই

সদ্য স্বামীহারা মাঠ

পিতৃহারা

পা পিছলে পড়ে গেল ‘মামন ও মামন’ ডাক
সেই খাদে একইসঙ্গে ঝাঁপ দিল ‘বাবা’ ডাকটিও

এখন দুপুর হলে পিতৃহারা মেয়েটির
দেহ থেকে উড়ে যায় মন
দাঁড়ায় খাদের ধারে
যেখানে হোঁচট, সেই আচমকা পড়ে যাওয়া…

খাদের গহন থেকে মেয়েটির দিকে
উড়ে আসতে চায় এক বুড়ো টিয়া পাখি

অথচ পারে না…

Facebook Comments

Leave a Reply