স্বপন রায়-এর কবিতা

লিওনার্দো

১.

একটা জল না হলে দুটো শুকনো জমির আঁকা
পাখিই হবে না

উড়ল,তাই দেখলাম
ওড়ার জায়গাটা শুধু শুধুই আকাশ হয়নি

নতুন শহর চুঁইয়ে পড়ল
ডানাঅলা চোখ থেকে

পাখি হলাম আমিও

২.

ভালবাসা আর দূরত্ব বেশ ছিল
তুলি বুঝলোই না

না বোঝার শব্দ এই
নারংবীজাভা

এঁকে না-আঁকাই থেকে গেল
কত কি..

৩.

ভেতরে গেলাম।মাংস-সারাংশ।পেশি
রংমিলান রংফ্লোরেন্স
তুলিও নরম
চোখ হয়ে

চোখ হাসিতে বিলোন
ম্যাডোনা
কিছুটা দূরে ঘোড়ার দাবনায় সূর্যাস্ত

পেশি।মাংস-সারাংশ।ভেতরে গেলাম

৪.

সা
না
লি
মো

রং গুলি।রংগুলিতে মুখ, দুটো চোখের বর্গে,অফুরান।

অভিজাত
অজাত
এই যে আমার মুখ-খোয়ানো নেশা

না
সা
মো
লি

তুলির চুলে ব্রাশের কাঠগড়ায় লহমা মাত্র
পিঁপড়ের বুনে দেওয়া
লহমানিচোড় শ্রমে ক্লান্ত সেই না-কথার হাসি
রাখলাম

মো
না
লি
সা

থাকল,আমার সেই পাতা ওল্টাবার মুহূর্ত অবধি

মৃত্যু পাতাই তো..

Facebook Comments

Posted in: POETRY, September 2021

Tagged as: , ,

Leave a Reply