শৌভিক দত্ত-র কবিতা
রাইসুমারী
ইস্কাপন হই
চোখের যেটুকু যাওয়া
মুচকি রেখে আসা রাইসুমারী
এন্তার সুরমাপন
কোনও মহিমাই পেরোতে পারে না
ছলা
ডোরবেলে আহাতুতুর আবছা
তেমন ত্রিভুজ নেই
হিজিবিজি রূপকথায়
চাউনির দিকে গড়িয়ে যাওয়া
এই ফেরামন
রফতার রফতার
দ্রুত পড়তে বসলে
ধমনী স্টেশন আসে
আসে পুংলিঙ্গের আহামরিতে
ডোরাকাটা রাত
বিরক্ত খেজুরে
শীত বড়ো হয়
ফোঁটাফোঁটা হয় ……।
ছায়ার আলোটুকু
গয়না ফুরনো ছায়ার
আলোটুকু নিয়ে ভাবি
ভাবি নীলবোধ, তার অজস্র
সুঠাম জ্যোৎস্নায় রাখা
অনুশীলনের বাড়ী
সাঁতার খুলতে খুলতে
পালক সাজানো ঐ অশ্বারোহণ
দোয়াতের সহজে
ফসল টাঙানো দুপুর
অথবা ঐ গণিকামহল
নির্বাসন ছড়ায়
সাপ বাজানো এই মরশুমে
ঘর নারীয়ে উঠে আসছে হাওয়া
তাকে শেকল চেনাও
দাও নামমাত্র প্রজাপতি স্টেশন
প্রশ্নে স্থির রাখো
ডাইনি পরানো এই ভঙ্গিমা …
Posted in: POETRY, September 2021