অভি সমাদ্দার-এর কবিতা

পিছলভুক-২০

থাকে গত বিগত বিম্বগুলি
আঁজলা-সজল
বৃন্তটি কোথায় থাকে সময়ে !
আমারও তো ছিল কিছু
বিম্ব টিম্ব টুপটাপ
তাতে আমি তাঁত বুনতাম
না-লেখা দিনগুলি জড়ো করে
আঁচ বুনতাম
ও হে উসকে তোলার পিছলধ্বনি
তোমার মোম মাতৃক পশমে
আমিও শব্দলীন শিশুটি পড়িমরি
চাঁদের খুঁটে নেশার খুঁটে
শব্দ তো সুজাত আলো-ছা
একলা এক-এর ছায়া মাড়িয়ে
বায়না ধরে বয়ন ধরে
লিখিত বিম্বে কতোকাল
ফোঁটা সঞ্চয়ে কতোকাল

অঝোর ‘অভি’র মজুরি খুটে খায় !

পিছলভুক -২১

এমন করে নিয়ে গেলে। যাচ্ছ।
এমন সব কুসুম চয়ন
রেখে দিলে উঁচু উঁচু ডালে
দেবী আঁকা দৈবের পাশে
মে-বি মর্জির সুক্ষ্ম সুতোয়
এমন ভাবে
বুনে তুলছ আলো !
কোনোদিন দেখা হল না অনেকদিনের
ওই ঝলমলে গেহ
শুধু অন্ধ অন্ধ
আকারগুলি,হাহাকারগুলি অনেকদিনের
মাঝদরিয়ার হ্লাদিনী
দীনদরিয়ার পাগল
শুষে নেয় আরো আরো মদ্যের তরল তিমির
যেন কেউ তিমিরবরণ কেউ
যেন কেউ অহং কৌটোর জং
খুচরো পয়সার মতো বাজিয়ে গেল

ত থেকে তল তরুর ছায়া
ম থেকে মন মেরু’র ছলাৎ

মনে রেখো…তাকে…

মনে রেখো….

Facebook Comments

Leave a Reply