অরুণ পাঠক-এর কবিতা
ইতিহাস
চোখের ভেতরে কোনও
সদ্যোজাত ফুটেছে বোধহয়
এমন সময় আমার এ ভিক্ষাপাত্রখানি
তোমার দুধের বাটির কাছে নত
আর এই দুধের শিশুটি
আলোর পিটুলি আঁকা স্বনির্ভর গান গেয়ে ওঠে
তোমার ঔরসজাত ব্রহ্মতেজ
আলোর পাতালে এনে ফেলেছে আমায়
আনুগত্য গন্ধহীন ফুল
অন্ধের চোখের তলোয়ার
এই যে মুণ্ডিত শিখা
উজ্জ্বল দুচোখ
দুটি জ্বলন্ত মশাল
অন্ধকার রাস্তা ধরে সময়কে এগিয়ে দিয়েছে
চোখের ভেতরে ফোটা
অজ্ঞাত শিশুটি
আজকের কবন্ধ ইতিহাস
অহৈতুকী
হাঁটু ভেঙে বেরিয়ে পড়েছে দ
সেই দহে আমি মাস্তুল স্বভাব কিছু পঙ্কজের কাছে ঋণী
চোখের বিপ্লব থেকে সরিয়ে নিয়েছি মাথা
দৃশ্যরা জন্মান্তর ঘটায়
স্মরণেও রাখে
কত যুগ মলিন এ মন্ত্র তবু মননসদ্ভাব বয়ে আনে
সাগরকুশলবার্তা, পাতালে স্বর্গের ছিটে
যত তীব্র নরকগুলান
আমার হাত-পা বাঁধা মুক্তি
জীবন অহৈতুকী করুণা
তার বেঁধে ফেলা হাড়গোর
কপিলসম্ভব স্রোতে লীন
আসমুদ্রহিমাচলে
সম্পদ তখনই সত্য যখন তা জীবিতের
মৃতের আনন্দ অশ্রু তোমার পবিত্র বক্ষে
গতি পায় বলে
আমি শিব চাই, শিব চায় সত্য ও সুন্দর
Posted in: POETRY, September 2021