অর্ঘ্যকমল পাত্র-র কবিতা

বামুনপুকুরে-১

আমি ভাবলাম শ্যাওলার জল।
নাহলে এ উদ্ধত স্খলন, মনখারাপের নয়

জেনেছি, ঘাটের স্বভাব।
জলের পুঁজিবাদ।

অথচ, আমি জলের মতোই সহজ
বউঠান, নিয়ে চলো
কোমর ভিজিয়ে…

বামুনপুকুরে-২

কলসি, পাশ ফিরে শুলেই
জলের চলন বেড়ে যায় খুব

ওই দেখো ছেলেটি চিৎসাঁতারে…
কিংবা, ওই আমডালটি ছুঁয়ে ফেলেছে
জলের লিবিডো

এবং শুনশান একটা দুপুর।
কোনো শব্দ নেই…

আমি কি ছিপে গেঁথে ফেলতে পারব না?

বামুনপুকুরে-৩

তারপর একটা সাপ। আমাকে
দেখতে পেল, আর ডুবে গেল তৎক্ষনাৎ
হয়তো ভেসে উঠবে দূরে কোথাও…

কিন্তু বউঠান, হোক পর্দা। কিংবা মুড়কি…

স্পর্শ নয়। আমি একটু জায়গা চেয়েছি

কিংবা একটু পায়চারি…

বামুনপুকুরে -৪

প্রতিটা শাশুড়ী
বউমার বেলেল্লাপনার বর্ণনা দিতে দিতে
কাপড় ধোয়…

এবং পিচ্ছিল ঘাট। অতীত পিছলে ওঠে

তারপর, পুরনো পুকুরের দিব্যি কেটে
জলে তিনটে ডুব দেন…

Facebook Comments

Leave a Reply