অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়-এর কবিতা

ঈশ্বরের জন্য অপেক্ষা

রোদজ্বলা ছাদের ওপর ঈশ্বরের অপেক্ষা করি
আন্দিজ পর্বতমালার দিকে মুখ করে
আনমনে দু একটা কাজু, রেপ্টাইলও
ধু ধু আকাশের মরুভূমি, চিল
আপনি যখন আর্জেন্টিনা পেরচ্ছেন ভয় করেছিল?
সামান্য দ্বিধা?
বেজেছিল রেডিও প্রাচীন
কালো রাতে, বাদামি রাতে, বেগুনি হয়ে যাওয়া রাতে
আপনার পা পড়ে আছে
যখন জন্মভূমি পেরচ্ছেন সামনে চাঁদ
রক্ত লেগেছিল?
মহানগরের অভিযাত্রা, আবহমান
দূরের টিকিট কাটা মেয়েটির ফ্রকে
ফুটে আছে কাজু বাগানের রুট
শব্দ হল, ভ্রুর বিশ্রামে আঁকা আজকের
আতসবাজিহীন ছাদে আপনার অপেক্ষা করি
যখন অন্তরীক্ষে, আমার পাঁচশো টাকার বুশ শার্টে
বাজছে আর্জেন্টিনা

সূর্যাস্ত

তোমাতে ফু দেওয়ার সুর
সত্যিই কি আজ সেই দিন
ভয়ে অথবা শুকনো দুপুর নামিয়ে রাখছ
আবার
সেই আবার, যেতে যেতে বেরিয়ে পড়লে
আসছি! স্বর কেঁপে উঠছে
কিছুক্ষণ
ট্রেনও আজ…
কালকের মত নয়

ভারি হয়ে
অবাক দেখাচ্ছে তোমায়
ডুরের আকাশ থেকে জড়িয়ে ধরছ
নিশ্বাসের সোনা পেতল
বসে বসেই কি সব হবে?
ছাই রঙের দিন
হাঁটতে কি বেরোবেই না?

দুদিকে দুটো রাগ লেগে
সূর্যাস্ত হচ্ছে
খুনখারাবি
নদী ও দলমার গায়ে

Facebook Comments

Leave a Reply