তৈমুর খান-এর কবিতা

আমার কামনা জাগিয়া উঠিতেছে

আমার মাথার দোষ হইল
সারাদিন পাথরের কাছে বসিয়া আছি
সারাদিন গাছের সাথে কথা কহিতেছি
সারাদিন নদীকে নারী ভাবিয়া তার জলকে আদর করিতেছি

আমারও কামনা জাগিয়া উঠিতেছে
মহাশূন্যে ঘর বাঁধিব
উড়িয়া উড়িয়া ঘুরিব
চাঁদ-সুরুজের আলো লইয়া ঘর সাজাইব

বাতাসকে বলিতেছি কেমন হইবে?
গাছগাছালি শাখাপ্রশাখা নাড়াইয়া সম্মতি জানাইতেছে
নদীও ঢেউ তুলিয়া দুলিতে দুলিতে বলিতেছে:
ভালো হইবে !

আমার মাথার দোষ সেকথা বুঝিলাম না
কাহার অদৃশ্য হাতে কাতুকুতু খাইয়া
হিঃ হিঃ হিঃ হাসিয়া ফেলিলাম…

আরোগ্য

সারারাত্রি লন্ঠন জ্বালাইয়া বাঁশঝাড়ে বসিয়া আছি
আমার কী অসুখ করিয়াছে?
নিজেও কিছুই বুঝিতে পারি না।

বর্ষার মেঘ গম্ভীর হইতেছে
বজ্রবিদ্যুৎ এর ধমকানি আসিতেছে
আজও আমাকে কেহ ডাকিল না!

মা চলিয়া গেলে
এই শূন্য বাতাসে আমার সম্মোহন জাগিয়া উঠিল
রাত্রির স্তন পান করিয়া আরোগ্য খুঁজিতেছি

এত উদাসীনতার মাঝেও দেখি
দু-একটা জোনাক জ্বলিতেছে
দু-একটা নক্ষত্র ফুটিতেছে
অন্ধকারে ফেরেশতারা আসিয়া
আমার চারিপাশ ঘিরিয়া আছে।

Facebook Comments

Posted in: August 2021, POETRY

Tagged as: , ,

Leave a Reply