সুখবিন্দর সরকার-এর কবিতা

প্রহর কিম্বা প্রহরীর স্বপ্ন

আজ নির্ণয়ের ফাঁকে অদ্ভুত গোলাপ দেখেছি তারপর
বিলীন হওয়া সূর্যের তাপ মেঘের সাথে
প্রলাপ গুনছে
সব স্বপ্ন নিরামিষ ফ্যাঁকাসে চাঁদ খুঁজে যায়
ভেঙে যায় রঙিন বিলাস তৃষ্ণার্ত ক্ষুধার কাছে
নদীর ঢেউয়ে পূজার আরতি লুকিয়ে রাখি আর নশ্বর দেহের সাধ খুশির বন্যা ছড়ায়
মরা পাখির পালকে

না উদ্দেশ্য

হিমালয়ের চূড়ায় বিলীন হওয়া ভালবাসা প্রিয়ার ঠোঁটে
গোপন মোনালিসার হাসি
ভাবুক নদীর সন্ধিক্ষণ দরজায়
‘কলিং বেল’ বাজায়
থালাভরা মৃত উপবাস

সারি বিহীন প্রতিভার বুভুক্ষু কান্না
ফটক’পারে রাজার হাসি
দু’হাতে বালতি ভরা
চাতক পাখির দুধ

সেজে ওঠে রাজদরবার
ক্ষেতের হিসাব ফড়িং-এর চোখে
আধমরা দ্বিতীয়ার চাঁদ তখনো জেগে ছিলো
মুমতাজকে তাজমহল দেখাবে বলে

Facebook Comments

Leave a Reply