সব্যসাচী হাজরা-র কবিতা

বাদামের খুনে



পৃথিবী বের করো এই দাওনগরে
যে গলার রক্তজল যে গলার উপহারে ভাষাটুকুও কালো
তাকে দাও ব্রেক-থ্রু পৃথিবীর গড় নগরের মেয়ে
বুক আঁকা
বাঁক আঁকা
বাঁচাটুকুও ব্রেকিং
আশ্চর্য গণনাতন্ত্রের তন্ত্রগণ বোঁটা
রক্তের আগে
যেটুকু পাখি
ছায়ানদীলাশ              নদীছায়াব্রণ
পৃথিবীরূপ পার্ক
বহাল হচ্ছে বিচারপতি        বাদামের খুনে
মালতী টুকটাক ছাড়িয়ে খাচ্ছে তাকে…


স্বতন্ত্র পাখি



আনন্দের হিউবা, মাস্টার Y ওতপ্রোত ওজনে সাঁতার কাটে
গলার জন্য উষ্ণগর্তে যাই
যখন যেতাম ম্যাপমানবীর অদৃশ্য গানে, গানতম গুণের আঁকড়ে ধরা ঘুম
চিৎকার বেজন্মা হোতো
হাতের ফাঁকে যে টুকু তালি, বন্য হওয়ার আগে ও পরে
নব নব বিদ্যুতের ফেটে পড়া হাত
পরিস্রুত ধর্ষক
বাংলা ধাতুর তিঙ্ ও কৃৎ
        ফাটিয়ে দেখছে Y
ণিজন্ত পৃথিবীর স্বতন্ত্র পাখি
অন্ধকারে?                ভাঙে?
বানান বেঁকিয়ে এগিয়ে যাওয়া ঠোঁট    আহ!

তবুও মানবী মর্ষ হর্ষ ম্যাপে
        গলাটুকু নামিয়ে রাখে        গলাটুকু ঝুলিয়ে রাখে গানে…

Facebook Comments

Leave a Reply