পল্লব গোস্বামী-র কবিতা

জঙ্গলের আগুন



যেভাবে জঙ্গলে আগুন ছড়ায়
সেভাবে আমাদের ভালবাসা ছড়ানোর
                                       কথা ছিল |
কাঠবাদাম রঙের, বুড়ো খরগোশটাও জানত –
বনভৈরবীর থানে
  বেলি ও বীজীবেগুনের পরিমাণ !

অথচ, দেখতে দেখতে
নীলাম্বরীর নীল আঁচল
পুড়িয়ে নিলো, পেখম মেলা রোদ্দুর –

আমরা কেউ বুঝিনি,
জঙ্গলের আগুন নেভাতে –
আরও আগুন কীভাবে লাগায় !


গন্ধ



একটিমাত্র গন্ধে বিভোর হয়ে যাই বারবার |

যারা ভেবেছিল, তোমাকে খুন করার পর,
গুম করার পর, কুচি কুচি করে কেটে – কুকুরকে খাওয়ানোর পর;  
সবকিছু মিটে যাবে

তারাও আজ উদ্ভিদের মতো নীরব…

তল্লাটে তলা নেই; তবু গাঁ-ভর্তি উসকোখুসকো চুল
হাঁ-মুখ বালিশের নীচে, ওরা রেখে গেছে
সবুজ অন্ধকার…

পাহাড়ের গায়ে নদী | নদীর ধারে কঙ্কালের গাছ |
ওই ডালে,
চষা মাটির গন্ধে
ভোর এসে বসেছিল
গতকাল…


ম্যাজিক



প্রতিটা হারানোর গল্পে একটা ম্যাজিক থাকে
আর থাকে, একটা ছেলে
                    একটা মেয়ে
ছেলেটা, বেলুন থেকে পায়রা বার করে
               উড়িয়ে দেয় আকাশে
মেয়েটাও, রুমাল নাড়িয়ে হাওয়ায়
                চিনিয়ে দেয় প্রকৃত বেড়াল |

তারপর,
মঞ্চের সব আলো নিভে গেলে
তারা দুজনেই স্মৃতির জরি কুড়ায়

বাকি থাকেন রিং মাস্টার…

রাত গভীর হলে
তিনিও কোথাও
খিদের শিল্পের এঁকে,
ভুডুর পুতুল পোড়াতে যান …


সুবচনী



সু –       সুরেলা আভাস দিয়ে গেছে – এক সুপুরি গাছের স্বর
           আমসরা রাখো,  এবার
পিটুলি সংগ্রহে যাই…
পদ্মফুল কেনো ডাকো?
চোখের শিশির দিয়ে
শুধু নীরবতা আবাহন !
       নৈর্ঋতে পাশাপাশি একজোড়া হাস | খোঁড়া হাস, পাখি পাখি খেলা…

ব –       বহুদূর আলপনা আঁকা পথ |
                  উঠোনে দুধপুকুর
         প্রেয়সী এবার হাঁটো …

চ –  চতুর চাহনি
       টিকালো টিউলিপ
        রজনীগন্ধা তোমাদের মন |

নী –    নীল নীল
          প্রথম রাতের আলো |
ভেঙে যায় লাল চুড়ি, দুধের গেলাস …
   যখন আদর ঢালো, যখন নিভু নিভু শিশ্নমহল ;
আরও আরও
তাড়িয়ে মারো প্রণয় পিয়াসী |


শিল্পী ও লাশমহল



শিল্পী যেখানে থাকেন,
সেখানে প্রতি রাতে একটি করে লাশ ভেসে আসে |

চারদিকে মাছের ভেড়ি, জলাভূমি

লাশগুলি শিল্পীকে জানায়,
তাদের ফেলে আসা মা – মুলুকের কথা |

মফস্বলে দাঙ্গা বাড়লে
  রাতের জলাতে লাশ বাড়ে

গাঢ়তর হয়, শিল্পীর ক্যানভাসে
কাঠ কয়লার রঙ

প্রতিটি ব্রাশ স্ট্রোকে তাঁর, ফুটে ওঠে  –

              আহত যোদ্ধা

               ছুটন্ত সৈনিক

               শরণার্থীদের মিছিল

শনশন করে, ঝোড়ো হাওয়া বয় …
ভেসে যেতে থাকে
      লিঙ্গকাটা লাশগুলি
দূরের কোনো এক, নয়ানজুলির দিকে …

Facebook Comments

Posted in: August 2021, POETRY

Tagged as: , ,

Leave a Reply