ফয়সাল মাহমুদ-এর কবিতা
কোটি বাঙালি
নিস্তব্ধ নীরবতায় একফালি সূর্যের হাসি,
হঠাৎ নীরব হয়ে যায় আমার এ ভূমি।
দেখছো আমার এ কালো আকাশ,
একরাশ বজরের পশলা।
চারদিকে অথয় নিরবতার মাঝে একরাশ সূর্যের হাসি।
সে হাসি আমার নয় যে হাসি আমি হেসেছি।
কোটি বাঙালির প্রাণের স্পন্দন আমায় পুলকিত করে।
একরাশ স্বপ্নের মাঝে খুঁজে পাওয়া জোনাকির আলো।
অগ্নি
নীরব অর্থে নীরবতার প্রতীক,
ল্যাম্পপোস্টের তারবিহীন সোডিয়াম আলো।
উজ্জলতায় উজ্জল যেন চাঁদের আলো।
অসুস্থ শহরে সুস্থতার প্রতীক,
একরাশ ভালোবাসার বহিঃপ্রকাশ,
একগুচ্ছ দোলনচাঁপা,
অগ্নিঝরায় জর্জরিত।
প্রেম
তোমায় নিয়ে আমার পথ চলা,
তোমার হাতে হাত রেখে ঘুরবো শহর
দেখব লাল জোনাকির আলো।
স্পর্শে তুমি আমি
কোথাও রবে না বারন।
দেখবে সবাই বলবে সবাই
তোমার আমার এই প্রেমের মরন।
ছুয়ে যাবে এ মন যুগ যুগ ধরে,
লিখবে ইতিহাস আবৃত্তি হবে কবিতা।
মনে মনে রব শুধু তুমি আর আমি।
বক্ষ জুড়ে বাঁধা থাকবে আমারি প্রেম।
Posted in: August 2021, POETRY