অরূপরতন ঘোষ-এর কবিতা
প্রজাতান্ত্রিক কবিতা. ৩২. বিপন্নতা
অনুশাসনের মতো সংকেতময়
দেহের গান—
তুমি শোন, বোঝো বা কিছুটা
পোড়ো জমিদারবাড়িটির তেতলার ছাদে
পড়ে থাকে ঠিকানাবিরহিত
এক নিমন্ত্রণ পত্র.. তা কতটা প্রাচীন
এই প্রশ্নে পুনর্বার প্রাসঙ্গিক হয়ে ওঠে
মহেশতলার মাঠ ও সন্ধ্যার কলসীটি
কলাগাছের আড়াল থেকে তুমি যাকে
ভেসে যেতে দেখেছিলে, শরতে
দূর দেশে
বাড়ির ছোট মেয়েটির সাথে!
প্রজাতান্ত্রিক কবিতা. ৩৩. ব্যারাকপুর
বিষণ্ণ রাণির কাছে ফিরে যাও তুমি
বারংবার ছুরির আঘাতে
ছিদ্রহীন বইয়ের পাতায়.. যেন,
অপমান ছড়িয়ে পড়ছে দ্রুত
ফাঁকা রেল ইয়ার্ডে
কখনও অনুমান হয়ে আসে
একটা কবিতা লেখার মতো মন আর
সারাদিন কী তীব্র এক বীজাণুর কাছে বসে থাকা —
নদী পারাপার হল না..
দরদামও হল না..
দীপ্ত নগর শুধু জেগে থাকে ওইপারে
সহজ আকাশ বরাবর
বিষাক্ত সৌন্দর্যের মতো!
Facebook Comments
Posted in: August 2021, POETRY