যশোধরা রায়চৌধুরী-র কবিতা

নষ্টা

তোলা শাড়ি করে রেখেছিলে তুমি প্রেমিককে
সেই থেকে তার দুটি দিকে হেম সেলাই নেই
খুলে গেছে সুতো এলোমেলো হল হারালো খেই
খোলা জানালায় রেখেছিলে তুমি প্রেমিককে

এত ঢং কেন? এত রং আর এতটা দোষ?
এত মনোবেগ, এত রমণের অসহ্য
আকুলতা আর প্রেম প্রেম ভাব , কী ফোঁস ফোঁস
এইসবই তবে অশ্লীল চতুরালির ঢেউ?

হয়ত ত নয়, হয়ত তোমার আপন ক্রোধ
মুড়ে মুড়ে রেখে সেলাই দিয়েছ অন্যমন
ভাঁজ খুলে আজ পড়ে গেল সেই অন্ধ ক্ষণ
আপাতত লোকে বলেত, কুলটা, বাঁধনহীন

নাড়ী টিপে থাক, জীবনের , দেখ নাড়ীটি ক্ষীণ
কে দিল নারীকে , নারীও তোমাকে দিল প্রবোধ।
নষ্ট বলতে যেরকম বুঝি, নষ্টা তার
বহুদূর দিয়ে চলে গেছে … তাইই, সংক্রমণ।

ভ্রমণ বৃত্তান্ত

ভ্রমণ বৃত্তান্ত বলো। ঘর ছেড়ে চলে যাও পথে
এই সকালের কাছে রাখা আছে আলো ও বাতাস
ডোপামিন ভ্রম হয়, রাখা আছে অক্সিজেন বাঁচা
এইখানে প্রতিদিন জন্ম নেয় নতুন ভ্রমর

আকাশে আকাশে ঘুরে বড় মাঠে ঘুরে ঘুরে তুমি
একদিন ডানাদুটি পোক্ত হবে, গাছে উঠে যাবে
সেইদিন স্বপ্ন নিয়ে লোফালুফি খেলা খেলবে রোজ
নৈকট্য বিস্তার পাবে, দূরত্বকে কাছে নিয়ে এসে

মাদুর গুটিয়ে আনবে। অনেক অনেক প্রাচীনতা
আলো আর আঁধারের, উঁচু উঁচু ডালে ডালে জমা
আঁকশিতে নামিয়ে এনে পুষে রাখ আনন্দ বিষাদ
ভ্রমণ বৃত্তান্ত কর।
প্রকৃত জীবন পেলে, ফের ঘরে ফিরে আসতে পার।

Facebook Comments

Leave a Reply