তন্ময় কুমার মণ্ডল-এর কবিতা

অন্ধকারে, আহ্বানময়

ধীরে ও জটিল
বন্ধ দরজার দিকে

কে আসে

ধ্বনিময় গীত হয়

এ ধূলি ওড়ে
একাকার ওড়ে!

রাখছ কার পদ

তোলো

এ পংক্তির নিচে এক সুড়ঙ্গ
বসবাস করে

কাকে বাজাও
ফুঁ দিয়ে জাগাও কাকে

শব্দে তার দেহ ভাসছে

দেখছ না?

Facebook Comments

Leave a Reply