তপেশ দাশগুপ্ত-র কবিতা
১.
পেয়ে পেয়ে মনে হয় গাছ খাই
শেকড় সুদ্ধ খেয়ে ফেলি
গাছ হয়ে জন্মাই
তোমাকে খেয়ে নেব একদিন
যখন শুয়ে থাকবে
দেখবে তোমাকে খেয়ে নিয়েছি
একদিন তোমার পড়ার টেবিল খাবো
একদিন তোমার হেঁটে যাওয়া
একদিন মনখারাপ
আমি তখন মানুষ থাকবো না
পুকুরের পারে খেলার জায়গা হয়ে রবো
২.
জালের সুতোগুলো মাথাগুলো একটু মোটা হয়ে শেষ হওয়া
অনেক দূর থেকে এসে একখানে শেষ হয়েছে
হৃদয়ের মত আকারে শেষ হয়েছে
তোমার হৃদয়ের মতো
কাঁচুলির মতো জড়ো করে ধরে থাকো
আমি ভাঙতে চাই
তুমি হেসে ওঠো
তোমার হৃদয় আমের মতো দেখতে
হাতে নিয়ে ঘোরো
আমাকে দাও রাখতে
তোমার ওখানে ছায়া মত হয়েছে
তাই দিয়ে ছায়ার দিকে যাতায়াত হয়েছে তোমার
সেখানে গেছ
অথবা নিয়ে গেছ
বা হাতে পাকা আমের মত ধরে
Facebook Comments
Posted in: July 2021 - Cover Story, POETRY