সুবীর সরকার-এর কবিতা

বর্ষাকালের কবিতা



পলক না ফেলতেই পালক খসায় পাখি
এই দৃশ্যের কোন রিমেক হয় না
জঙ্গলে বৃষ্টি,বর্ষাকালের দিকে ছুটে যাচ্ছে
                                       বাঁক নেওয়া নদী



সাইরেন



এই সব গাছের পাতা
পাতা ভিজিয়ে দেয় শ্রাবণ মাসের জল
আমাদের অস্পষ্ট কথাবার্তা
এদিকে সীমান্তরক্ষী সংকেত পাঠান
সাইরেন বেজে ওঠে জলাশয়ে

Facebook Comments

Leave a Reply