সুমন সাধু-র কবিতা

১)

আগুনে বিশ্বাস পুঁতে রাখি
ঘা হয়, পুঁজ হয়, মাছি ওড়ে
একদিন মুষড়ে বৃষ্টি পড়ে
আগুন নিভলে দেখি যুদ্ধ
প্রিয় দেশ, ইরাক
প্রিয় দেশ, প্যালেস্টাইন
রাবেয়া চিঠি লেখে জুঁই-কে

সমাজ তাদের স্বীকৃতি দেয়নি
যুদ্ধ দিয়েছে
ধর্ম দিয়েছে

২)

উঁচু হয়ে যাওয়া বুক দেখে বিব্রত বোধ করি
কে কীভাবে দেখবে!
ব্রা-র নিচে বুক লুকাই

হে ঈশ্বর, হে বুদ্ধ
রাবেয়া বুক ভালোবাসে
ওরা কবে বুঝবে

Facebook Comments

Leave a Reply