শতানীক রায়-এর কবিতা

নীল রঙের ছবি…

১.

তুমি স্তব্ধ দেখো— অনেক অনেক দিন ফুল ঝরেছে। পাখি উড়েছে। যেন সবই উধাও নীল। ঘাম আর রক্তের সরোবর। মানুষ দেখেছে মানুষকে মধ্যরাতের আড় ভেঙে। জমিটা প্রচণ্ড চষে ফেলেছে মৃত চাষির ছেলে। তারপর। তারপর। বন্ধ হয়েছে নদী। শরীর বাঁধা হয়েছে। অন্ধগলির মুখে পাখির ডিম থিতু হয়ে থেকেছে। আমি মাঠ ও তার ঘাসের অন্ধকারে বিলীন থেকেছি মগ্ন থেকেছি পৃথিবীর ঘুমে। আমি এতদিন জাগিনি ঘুমেও থাকিনি। বিকৃত হয়েছি স্বপ্নে। যৌনস্নেহে ক্লিষ্ট হয়েছি। টেবিল থেকে নোংরা বেছে নিয়ে পরি হয়েছি। লবণের হ্রদ। আরও কিছু অক্ষর অথবা মা-ভঙ্গি। তুমি এখান থেকে ভাঙতে থাকো। আর দেখো।

২.

এই চোখ এই কান
নাক মুখ ঠোঁট
হেঁটে বেড়ানো অদ্ভুত রাতে
আমাকে মাঠের ঘাসের কথা
ভাবতে হয়। এভাবে একটি করে
রং-তৃষ্ণা আর মানুষের রঙে
আমি নীল।

Facebook Comments

Leave a Reply