সায়ন্তনী হোড়-এর কবিতা
দিনলিপি
শ্রাবণের দিনলিপি বদলে গেলে
আকাশের গায়ে বৃষ্টির আলপনা দেয় পাখি
জলছটার গভীরে ঢুকে যাচ্ছে
একপশলা মন বিকেল
নুড়ি পাথরের মতো বৃষ্টির কণা
ধ্বনিত হচ্ছে দেহপটের মধ্যে
আলোর ক্ষয়িষ্ণুতায় ভেসে ওঠে চোখের চিলেকোঠা
গন্ধবিতান
অস্তিত্বের চারুকলায় মিশে যাচ্ছে
বর্ণবিতান
রোদ্দুরের বিবর্ণ হয়ে ওঠা নামচিঠি পাহাড়ের চূড়ায়
অক্ষত আছে এখনও
সোঁদা গন্ধে মাটি আঁচড়ানোর দাগ
রক্তের বিনিময়ে অর্জিত এই বর্ষায দুপুর
গলে যায় আমিত্বের কুয়াশায়
Facebook Comments
Posted in: July 2021 - Cover Story, POETRY