সমীরণ ঘোষ-এর কবিতা

মশলাপাতির দেশ

কাগজের চিন থেকে কুঁচকে বেরুবে তাই
অফুরন্ত কাগজ। আঙুলের ফিনকি থেকে
শার্সি সরালো এক কোণ

উটের পোশাকে বালিকাগজের নকশা হাসছে
কাগজের কাফেলা হাসছে
গলে যাওয়া নুন ও বরফ সমান্তরাল ডানা
পেটে ছুরি গেঁথে পূর্বাপর হারিকিরি
সাদা ঝিলে যকৃতের বন

রান্নাঘর বঁটি খুলে ধাতুর খরশান। গান কলের
বাদামি। ফুলকি পিনের। মশলার ঋতুগন্ধ শূন্য
চাখছে। ফালাফালা। জিভের তামার

কাগজের চিন থেকে কোঁচকানো রান্নাঘর
নগরীর প্রেত। বালি ও গুল্মের নীচে রুদ্ধশ্বাস সোঁতার দোতারা

প্রতীক্ষা

সাতহাজার অপেক্ষাশেষে তোমার কঙ্কাল
বুড়ো নাবিকের কাঠের তোরঙ্গ
হয়তো সাতঘণ্টার ধুধু। সাতশতাব্দীর শিস
কেলাসিত হচ্ছে এক কোণে

কেবিনের অন্ধকার হাড়ের অসীম। বালিঝঞ্ঝার
হয়তো নাবিক তার খড়কে দিয়ে সামান্য তুলছে

কুলুঙ্গির শীত। গড়ানো খুলির মোম
জলের ফসফরাসে নোনা রাতের খিলান

Facebook Comments

Leave a Reply