রাণা রায়চৌধুরী-র কবিতা
গান
নিজেকে দমন করি।
প্রতিহিংসা একপ্রকার দূরপাল্লার আগুন।
কিন্তু ঐ যে মায়াবাতাস খেলে যায়
মায়াপাতা ওড়ে আলিঙ্গনের মতো।
গাছ তোমার আমার দুজনেরই
এই পুকুর আমাদের সবার সব্বার
এসো সাঁতার কাটি।
এসো ভালোবাসাবাসি খেলা খেলি।
আদিগন্ত সবুজ মাঠ গাছগাছালি
আমাদের সব হিংসার আগুন নিভিয়ে
গাছগুলো সবুজ হয়েছে।
দেখো চাঁদ উঠেছে।
বিক্রম সিং থাঙ্গুরার গানের মতো সে চাঁদ
অনেক দূর অব্দি সে গান যায় ধেয়ে
অনেক দূর অব্দি সে চাঁদ যায় বেয়ে
শান্তি খুব কাছেই।
আমাদের সঙ্গে দুটো কথা
বলবে বলে, বিক্রম সিং-এর গান শুনবে বলে
বসে আছে সে।
মায়াজাল
অনেক কথা বলতে ইচ্ছে করে কিন্তু পারিনা সেই ইচ্ছে করা কথা জুতোর ভিতরে লুকিয়ে হাঁটা মারি সাক্ষাতে বেশ গদগদ ভাব অনেক প্র্যাকটিসে রপ্ত যে কথা বলার ইচ্ছে ছিল তা বদহজমের বায়ু হয়ে উল্টা রাজনীতির বায়ুতে অগ্নিতে মিলায় কাছেই মিষ্টান্ন ভাণ্ডার খুব সাধাসাধি করি সুর করে বিনয় করে তৈল মর্দন করে বলি হবে না কি খান খান সাদা রসের গোল্লা সভাপতি গোল্লায় গেলেও এবারেও বাগানে ফলন ভালো তবু কোথাও হাওয়া নাই স্রোত নাই ছোট করে পেরেম নিবেদন নেই শুধু যে কথা বলতে ইচ্ছে ছিল সাধ ছিল দেখি সেই কথা জাহাজে চেপে অন্য বন্দরে গিয়ে ঠেক গেড়েছে সেই কথা একটা অল্পবয়সীকে পটিয়েপাটিয়ে নতুন সংসারও করেছে দেয়ালের গায়ে খাঁড়া করে রেখেছে নিজের কথা এতো খচ্চর ছিলে তুমি হতাশায় দুঃখে নতুন গান বাঁধি ও লাভলি ও বাবলি ও ডাফলিওয়ালি…
Posted in: July 2021 - Cover Story, POETRY