রঙ্গন রায়-এর কবিতা

এখন শ্রাবণ মাস

প্রকৃত রোমান্সের ছোঁয়া পেলে আমি এখনো অজস্র
কবিতা লিখে ফেলতে পারি,
যেভাবে তোমার হলুদ শাড়ির ভাঁজে অল্প একটু
শ্রাবণ লেগে আছে নীল ব্লাউজের মত
ঘামে চকচক মুখ নিয়ে যতটা গান তুমি গেয়ে ওঠো
আর মঞ্চ থেকে নেমে আঁচলে মুছে ফেলো যাবতীয়
শিল্পের কণা, আমি তুচ্ছ করতে পারি নদীর মত বহমান
শ্রাবণ মাস, তুচ্ছ হতে পারে হঠাৎ চমকে ওঠা রাত্রি,
চোখের পলক –
না, শ্রাবণ মাসে বৃষ্টির স্বপ্ন দেখতে হয়না
ওটা এমনিই নেমে আসে

আমি কাউকেই আঘাত দিতে চাইনি। চাইনা।
তবুও সূক্ষ্ম সূক্ষ্ম ভুলের জন্য মানুষ আঘাতপ্রাপ্ত হয়।
এই সূক্ষ্ম সূক্ষ্ম ত্রুটি গুলো মেরামত করতে হবে। ভাবি।
জানি, ত্রুটিমুক্ত জীবন সম্ভব নয়, জানি বলির পাঠারা নিখুঁত – সম্পূর্ণ
ঈশ্বর সূক্ষ্মতার কারুকাজ ভালোবাসেন বলেই
এত এত ভ্রান্তি নিয়ে গড়ে উঠেছে সভ্যতা ও ধর্ম –
আমি জলের ভেতর তাকাই,
পৃথিবীর চমৎকার দৃশ্য কেমন আলটপকা কাঁপিয়ে যায়
বিকেলের অবুঝ বাতাস —
আসুন, জলীয় সূক্ষ্মতার পারদ মাপি,
মসৃণ হই

Facebook Comments

1 thought on “রঙ্গন রায়-এর কবিতা Leave a comment

Leave a Reply