রাজর্ষি চট্টোপাধ্যায়-এর কবিতা
যাত্রা পর্ব
একটা নদী নিজেই তার গর্ত খুঁড়ে চলেছে
নিজেকেই পিন্ড দিচ্ছে বালি
আর একটা বর্ষাকাল দূর দিয়ে
চলে যাচ্ছে
রেইনকোটহীন
ছাতাবিহীন
কাদার ওপরে মাটি
মাটির ওপরে ফল
নির্ভার নুয়ে পড়ছে
তোমাকে জানানোর মতো সত্যিই কিছু নেই আমার
আশ্বিন মাস উতরে গেলেই হলো
আমিও নদী ছেড়ে
ফুটিফাটা ক্যানভাস ছেড়ে
বেরিয়ে পড়বো
যেদিকটাতে বার্চ, একটা দুটো পাখি ফিরছে
যাদুকরী
এই যে ছেলেটি পিয়ানো বাজাচ্ছে
প্রতিটা ভঙ্গিমা যেন দেহসূত্র
মিলিয়ে দিচ্ছে সাথে
ওর মেয়েটির, বুকের থেকেও নরম হয়ে গেছে
কাঁধে রাখা ভায়োলিন
ছড় সেই ওম
বাতিদানের আলো দিয়ে মাখা
রোম ও কূপ বেয়ে নেমে যেতে যেতে
প্রতিটা দেওয়া আজ নেওয়া হবে
প্রতিটা নেওয়া আজ ফিরিয়ে দেওয়া
মঞ্চ ও শয্যার পাশে বসে
পরজন্ম থেকে সামান্য কিছু
আগাম সংলাপ
আজ ধার নেবে দুজনেই
Posted in: July 2021 - Cover Story, POETRY